নজর রাখুন

ডায়াবেটিস, হাইপারটেনশন -রোজা রাখার উপায় ডাঃ সেখ হাম্মাদুর রহমান_কনসালট্যান্ট, এন্ডোক্রিনলজি এবং ডায়াবেটিস বিভাগ, মেডিকা হাসপাতাল, মুকুন্দপুর, কলকাতা***নিউরো-রোগ আক্রান্ত ব্যক্তি-রোজা রাখার নিয়ম ও সতর্কতা-নিউরো বিশেষজ্ঞ, ডা: এম এম সামিম# # #রমজান মাসে সুস্থ থেকে রোজা পালনে কিছু নিয়মাবলী অনুসরণ করুন যা স্বাস্থ্য উন্নত করবে-জানালেন মেদিনীপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কলিমুজ্জামান মোল্লা।# # #ভারতে আকুপাংচার চিকিৎসার পথিকৃত, ডা: বিজয় কুমার বসুর ১১৩ তম জন্মদিন জাতীয় আকুপাংচার দিবস হিসাবে উৎযাপন# # # মস্তিষ্কের টিউমার, ডাঃ কৌশিক শীল # # #২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস-ডাঃ সৌম্য পাত্র এর স্বাস্থ্যকর অভ্যাসেই রেহাই মিলবে হৃদরোগ থেকে !.##মানসিক স্বাস্থ্য নিয়ে ডাঃ অনির্বান রায় এর খুশি মনে সুস্থ থাকুন ! # # #২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস-ডাঃ সৌম্য পাত্র এর স্বাস্থ্যকর !.##মানসিক স্বাস্থ্য নিয়ে ডাঃ অনির্বান রায় এর খুশি মনে সুস্থ থাকুন !>Latest news !.

সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

দুনিয়া বাংলা পত্রিকার সাহিত্যবাসর অনুষ্ঠান

   দুনিয়া বাংলা পত্রিকার সাহিত্যবাসর অনুষ্ঠান
মঞ্চে দুনিয়া বাংলা পত্রিকার সম্পাদক অধ্যাপক সাজেদুল হক, সঞ্চালক ফিরোজ হোসেন,সভাপতি আনোয়ার হুসেন ও বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক ইকবাল দরগাই।
নিজস্ব সংবাদদাতাঃ মুসলমান সমাজে সাংস্কৃতিক দিকটা এখনও আমরা যথাযথভাবে পরিচর্চা করে উঠতে পারি নি। তাই এবিষয়ে মুসলিম সাংস্কৃতিকবান মানুষদের এগিয়ে আসতে হবে পরস্পর মত বিনিময়ের মাধ্যমে—সম্প্রতি সাপ্তাহিক দুনিয়া বাংলা পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত সাহিত্য বাসর সভায় একথা বলেন পত্রিকার সম্পাদক অধ্যাপক সাজেদুল হক। তিনি আরও বলেন, সাহিত্য-সাংস্কতিই প্রকৃতপক্ষে ভাঙতে পারে বিভেদের পাঁচিল।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক ইকবাল দরগাই বলেন, মুসলিমরা অগাধ পরিমানে অন্যান্য জিনিস কিনলেও কাগজ কেনার ব্যাপারে অনাগ্রহ দেখায়, পড়তে চাই না। যার ফলে মুসলিম কাগজগুলো অচিরেই মুখ থুবড়ে পড়ে। অবিলম্বে এ মানসিকতা পালটানো দরকার। অনুষ্ঠানের সভাপতি আনোয়ার হুসেন বলেন, বর্তমানে সমাজ সংস্কৃতিতে বাংলার মুসলমানরা কিছুটা হলেও এগিয়ে আছে। সংবাদ, কবিতা, গল্প ও সাহিত্য উপন্যাসেও কিছু প্রতিভার দেখা মিলছে। যা নিঃসন্দেহে আমাদের কাছে আনন্দের বিষয়। তাদের লেখা প্রকাশের জন্য আরো সাহিত্য পত্রিকার প্রয়োজন।
অনুষ্ঠানের অতিথি ও সঞ্চালক ফিরো‌জ হোসেন বলেন, আরও বেশি সংখ্যায় কিশোর-কিশোরী, যুবক-যুবতীদের এবিষয়ে এগিয়ে আসার জন্য তাদেরকে উৎসাহিক করতে হবে।

ডাঃ আসাদ আলি বলেন, পড়াশুনার সাথে সাথে সংস্কৃতি চর্চায় ও মুসলিম সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, লেখার মধ্যে সমসাময়িক সমস্যা যা সমাজ দেশ ও মানুষের বিরুদ্ধে বা ক্ষতিকর তার জন্য কলম যেন মূক বা বধির না হয়। সুতীক্ষ্ম তলোয়ারের মত হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আজিজুল হক, মহঃ হাফিজ, জরয়াব হোসেন, আজিজুল আমিন চৌধুরী, সাদউদ্দিন ও আরো অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্বে কবিতা পাঠ করেন, ইকবাল দরগাই,
সাজেদুল হক, আনোয়ার হুসেন, ফিরোজ হোসেন, আসাদ আলী,ওসিউর রহমান প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

ডায়াবেটিস,হাইপারটেনশন রোজা রাখার উপায়

        ডায়াবেটিস ,   হাইপারটেনশন       রোজা রাখার উপায় ডাঃ সেখ হাম্মাদুর রহমান কনসালট্যান্ট, এন্ডোক্রিনলজি এবং ডায়াবেটিস বিভাগ, মেডিকা হা...