দুনিয়া বাংলা পত্রিকার সাহিত্যবাসর অনুষ্ঠান
![]() |
মঞ্চে
দুনিয়া বাংলা পত্রিকার সম্পাদক অধ্যাপক সাজেদুল হক, সঞ্চালক ফিরোজ হোসেন,সভাপতি
আনোয়ার হুসেন ও বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক ইকবাল দরগাই।
|
নিজস্ব সংবাদদাতাঃ
মুসলমান
সমাজে সাংস্কৃতিক দিকটা
এখনও আমরা যথাযথভাবে পরিচর্চা করে উঠতে পারি নি। তাই
এবিষয়ে মুসলিম সাংস্কৃতিকবান মানুষদের এগিয়ে আসতে হবে পরস্পর মত বিনিময়ের
মাধ্যমে—সম্প্রতি সাপ্তাহিক দুনিয়া বাংলা পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত সাহিত্য বাসর
সভায় একথা বলেন পত্রিকার সম্পাদক অধ্যাপক সাজেদুল হক। তিনি আরও বলেন,
সাহিত্য-সাংস্কতিই প্রকৃতপক্ষে ভাঙতে পারে বিভেদের পাঁচিল।

অনুষ্ঠানের
প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক ইকবাল দরগাই বলেন, মুসলিমরা অগাধ পরিমানে অন্যান্য
জিনিস কিনলেও কাগজ কেনার ব্যাপারে অনাগ্রহ দেখায়, পড়তে চাই না। যার ফলে মুসলিম
কাগজগুলো অচিরেই মুখ থুবড়ে পড়ে। অবিলম্বে এ মানসিকতা পালটানো দরকার।
অনুষ্ঠানের
সভাপতি আনোয়ার হুসেন বলেন, বর্তমানে সমাজ সংস্কৃতিতে বাংলার মুসলমানরা কিছুটা
হলেও এগিয়ে আছে। সংবাদ, কবিতা, গল্প ও সাহিত্য উপন্যাসেও কিছু প্রতিভার দেখা
মিলছে। যা নিঃসন্দেহে আমাদের কাছে আনন্দের বিষয়। তাদের লেখা প্রকাশের জন্য আরো
সাহিত্য পত্রিকার প্রয়োজন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন