নজর রাখুন

ডায়াবেটিস, হাইপারটেনশন -রোজা রাখার উপায় ডাঃ সেখ হাম্মাদুর রহমান_কনসালট্যান্ট, এন্ডোক্রিনলজি এবং ডায়াবেটিস বিভাগ, মেডিকা হাসপাতাল, মুকুন্দপুর, কলকাতা***নিউরো-রোগ আক্রান্ত ব্যক্তি-রোজা রাখার নিয়ম ও সতর্কতা-নিউরো বিশেষজ্ঞ, ডা: এম এম সামিম# # #রমজান মাসে সুস্থ থেকে রোজা পালনে কিছু নিয়মাবলী অনুসরণ করুন যা স্বাস্থ্য উন্নত করবে-জানালেন মেদিনীপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কলিমুজ্জামান মোল্লা।# # #ভারতে আকুপাংচার চিকিৎসার পথিকৃত, ডা: বিজয় কুমার বসুর ১১৩ তম জন্মদিন জাতীয় আকুপাংচার দিবস হিসাবে উৎযাপন# # # মস্তিষ্কের টিউমার, ডাঃ কৌশিক শীল # # #২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস-ডাঃ সৌম্য পাত্র এর স্বাস্থ্যকর অভ্যাসেই রেহাই মিলবে হৃদরোগ থেকে !.##মানসিক স্বাস্থ্য নিয়ে ডাঃ অনির্বান রায় এর খুশি মনে সুস্থ থাকুন ! # # #২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস-ডাঃ সৌম্য পাত্র এর স্বাস্থ্যকর !.##মানসিক স্বাস্থ্য নিয়ে ডাঃ অনির্বান রায় এর খুশি মনে সুস্থ থাকুন !>Latest news !.

সোমবার, ২০ আগস্ট, ২০১৮

রবীন্দ্রসংগীত সহযোগে নৃত্য প্রতিযোগীতা


    রবীন্দ্রসংগীত সহযোগে নৃত্য প্রতিযোগীতা
আজ শ্রীরামপুর আই এম ভবনে বাংলার সেরা রবীন্দ্রসংগীত সহযোগে নৃত্য প্রতিযোগীতা-র শুভ উদ্বোধন করেন শ্রীরামপুর মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার শ্রীমতি মনিরা বসু।তিনি বলেন শুধু পড়াশুনাই নয়, এই ধরণের প্রতিযোগীতাই অংশগ্রহণ করাও আজ খুব জরুরী। এই ধরণের অনুষ্ঠান করার জন্য উদ্বোক্তাদের ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানের পরিচালনায় ছিল সেন্ট্রাল ড্যান্স একাডেমি অব শ্রীরামপুর , হুগলী জেলা নৃত্য উৎসব কমিটি, স্বাস্থ্য ভাবনা ওয়েলফেয়ার সোসাইটি ও ইন্ডিয়ান মেডিকেল এ্যাসোসিয়েশন, শ্রীরামপুর শাখা।
অনুষ্ঠানে শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায় বলেন, চিকিৎসক ও রোগীদের সম্পর্ক ক্রমশঃ চিড় ধরে চলেছে। একের পর এক চিকিৎসক রোগীর বাড়ীর লোকের হাতে নিগৃহীত হচ্ছে যা একদম কাম্য নয়।চিকিৎসক সংঘটনের এই ধরণের অনুষ্ঠান চিকিৎসক-রোগীর অবিশ্বাসের সম্পর্ক দূর হতে পারে। অনুষ্ঠানে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন,শ্রীরামপুর শাখার সভাপতি ডাঃ প্রদীপ কুমার দাস বলেন, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েনের তরফে এই ধরণের অনুষ্ঠান মাঝে মাঝেই করা হয়। ইতিমধ্যেই এখানে চালু হয়েছে “বরণ্যে বার্ধক্য পরিষেবা 
জেরায়াটিক বা বয়স্কদের জন্য বয়স্ককালীন যে রোগ ভোগের সমস্যা এবং চিকিৎসা, সেই সঙ্গে তাদের একাকীত্মের ফলে যে সমস্যা তার সমাধান করা, ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক সমস্যা বিশেষজ্ঞ মনোবিদের পরামর্শ এর মাধ্যমে সমাধান করা, সচেনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা এবং বছরে একবার বেড়াতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, শ্রীরামপুর আই এম এ ভবনে একটি রেডিও স্টেশন তৈরি হবার ব্যাপারে তোড়জোড় চলছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী অম্লান ঘোষ, এ ডি সি প, শ্রীরামপুর মহকুমা,চন্দননগর কমিশনরেট।
এদিন প্রাথমিক বাছাই পর্বের (১০ থেকে ১৪ বছর) জন্য ৩০ জন প্রতিযোগী ছন্দের তালে রবীন্দ্রসংগীত সহযোগে নৃত্য-পরিবেশন করে। বিচারক মন্ডলীতে ছিলেন ড. তপা সেনগুপ্ত, শ্রীমতি মন্দিরা চক্রবর্তী ও শ্রী সুমিত বরণ। আগামী কয়েক সপ্তাহ চলবে বাছাই পর্বের কাজ। চূড়ান্ত পর্বের প্রতিযোগীতা হবে আগামী ৩০ সেপ্টেমবর, রবিবার, শ্রীরামপুর রবীন্দ্রভবনে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশবিদ সুহাস ভট্টাচার্য, তাপস বাগ, স্বপ্না, সাংবাদিক অজিত মন্ডলসহ  আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

ডায়াবেটিস,হাইপারটেনশন রোজা রাখার উপায়

        ডায়াবেটিস ,   হাইপারটেনশন       রোজা রাখার উপায় ডাঃ সেখ হাম্মাদুর রহমান কনসালট্যান্ট, এন্ডোক্রিনলজি এবং ডায়াবেটিস বিভাগ, মেডিকা হা...