রবীন্দ্রসংগীত সহযোগে নৃত্য প্রতিযোগীতা
আজ শ্রীরামপুর আই এম ভবনে বাংলার সেরা
রবীন্দ্রসংগীত সহযোগে নৃত্য প্রতিযোগীতা-র শুভ উদ্বোধন করেন শ্রীরামপুর মহিলা
থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার শ্রীমতি মনিরা বসু।তিনি বলেন শুধু পড়াশুনাই নয়, এই
ধরণের প্রতিযোগীতাই অংশগ্রহণ করাও আজ খুব জরুরী। এই ধরণের অনুষ্ঠান করার জন্য
উদ্বোক্তাদের ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানের পরিচালনায় ছিল সেন্ট্রাল ড্যান্স
একাডেমি অব শ্রীরামপুর , হুগলী জেলা নৃত্য উৎসব কমিটি, স্বাস্থ্য ভাবনা ওয়েলফেয়ার
সোসাইটি ও ইন্ডিয়ান মেডিকেল এ্যাসোসিয়েশন, শ্রীরামপুর শাখা।



এদিন প্রাথমিক বাছাই পর্বের (১০ থেকে ১৪ বছর)
জন্য ৩০ জন প্রতিযোগী ছন্দের তালে রবীন্দ্রসংগীত সহযোগে নৃত্য-পরিবেশন করে।
বিচারক মন্ডলীতে ছিলেন ড. তপা সেনগুপ্ত, শ্রীমতি মন্দিরা চক্রবর্তী ও শ্রী সুমিত
বরণ। আগামী কয়েক সপ্তাহ চলবে বাছাই পর্বের কাজ। চূড়ান্ত পর্বের প্রতিযোগীতা হবে
আগামী ৩০ সেপ্টেমবর, রবিবার, শ্রীরামপুর রবীন্দ্রভবনে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
পরিবেশবিদ সুহাস ভট্টাচার্য, তাপস বাগ, স্বপ্না, সাংবাদিক অজিত মন্ডলসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন