নজর রাখুন

ডায়াবেটিস, হাইপারটেনশন -রোজা রাখার উপায় ডাঃ সেখ হাম্মাদুর রহমান_কনসালট্যান্ট, এন্ডোক্রিনলজি এবং ডায়াবেটিস বিভাগ, মেডিকা হাসপাতাল, মুকুন্দপুর, কলকাতা***নিউরো-রোগ আক্রান্ত ব্যক্তি-রোজা রাখার নিয়ম ও সতর্কতা-নিউরো বিশেষজ্ঞ, ডা: এম এম সামিম# # #রমজান মাসে সুস্থ থেকে রোজা পালনে কিছু নিয়মাবলী অনুসরণ করুন যা স্বাস্থ্য উন্নত করবে-জানালেন মেদিনীপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কলিমুজ্জামান মোল্লা।# # #ভারতে আকুপাংচার চিকিৎসার পথিকৃত, ডা: বিজয় কুমার বসুর ১১৩ তম জন্মদিন জাতীয় আকুপাংচার দিবস হিসাবে উৎযাপন# # # মস্তিষ্কের টিউমার, ডাঃ কৌশিক শীল # # #২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস-ডাঃ সৌম্য পাত্র এর স্বাস্থ্যকর অভ্যাসেই রেহাই মিলবে হৃদরোগ থেকে !.##মানসিক স্বাস্থ্য নিয়ে ডাঃ অনির্বান রায় এর খুশি মনে সুস্থ থাকুন ! # # #২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস-ডাঃ সৌম্য পাত্র এর স্বাস্থ্যকর !.##মানসিক স্বাস্থ্য নিয়ে ডাঃ অনির্বান রায় এর খুশি মনে সুস্থ থাকুন !>Latest news !.

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮

  আলিয়া পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান

ওরিয়েন্টাল মিডিয়া সেন্টার ও আলিয়া সংস্কৃতি সংসদ এর যৌথ উদ্বোগে গত ১৯ অগাষ্ট আলিয়া বিশ্ববিদ্যালয় পার্ক সার্কাস ক্যাম্পাসে মাসিক সাহিত্য-সংস্কৃতিবাসর ও আলিয়া পত্রিকার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক কবি, সাহিত্যিক ও শিল্পানুরাগীরা। তাঁদের উপস্থিতিতেই প্রকাশ পায় আলিয়া পত্রিকা’র প্রথম বর্ষের তৃতীয় সংখ্যাটি। পত্রিকাটির সম্পাদনা করেন অধ্যাপক সাইফুল্লা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওরিয়েন্টাল মিডিয়া সেন্টার পক্ষে ডকুমন্টারি ফিল্ম পরিচালক মুজিবর রহমান, আলিয়া সংস্কৃতি সংসদ এর  সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, শিক্ষক মেকাইল রহমান, রক্তিম ইসলাম, শ্যামাপ্রসাদ মুখার্জী, বাংলাদেশের কবি পাবলো শাহি প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন আনোয়ার হুসেন, আবদুল রাজ্জাক খান, আসাদ আলি, রক্তিম ইসলাম, রমজান আলি, শিখা মল্লিক, মুসা আলি, আসিফ আনসারি, সিরাজুল ইসলাম,পাবলো শাহি (বাংলাদেশ), ওয়াজেদ আলি, মনিরা খাতুন, সাবিনা পারভিন ও সঙ্গীত পরিবেশন করেন সহেলী পারভিন ও অন্যান্য। অনুষ্ঠানের শেষ পর্বে ও নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী ফারিয়া চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মীর আবদুল রফিক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

ডায়াবেটিস,হাইপারটেনশন রোজা রাখার উপায়

        ডায়াবেটিস ,   হাইপারটেনশন       রোজা রাখার উপায় ডাঃ সেখ হাম্মাদুর রহমান কনসালট্যান্ট, এন্ডোক্রিনলজি এবং ডায়াবেটিস বিভাগ, মেডিকা হা...