নজর রাখুন

ডায়াবেটিস, হাইপারটেনশন -রোজা রাখার উপায় ডাঃ সেখ হাম্মাদুর রহমান_কনসালট্যান্ট, এন্ডোক্রিনলজি এবং ডায়াবেটিস বিভাগ, মেডিকা হাসপাতাল, মুকুন্দপুর, কলকাতা***নিউরো-রোগ আক্রান্ত ব্যক্তি-রোজা রাখার নিয়ম ও সতর্কতা-নিউরো বিশেষজ্ঞ, ডা: এম এম সামিম# # #রমজান মাসে সুস্থ থেকে রোজা পালনে কিছু নিয়মাবলী অনুসরণ করুন যা স্বাস্থ্য উন্নত করবে-জানালেন মেদিনীপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কলিমুজ্জামান মোল্লা।# # #ভারতে আকুপাংচার চিকিৎসার পথিকৃত, ডা: বিজয় কুমার বসুর ১১৩ তম জন্মদিন জাতীয় আকুপাংচার দিবস হিসাবে উৎযাপন# # # মস্তিষ্কের টিউমার, ডাঃ কৌশিক শীল # # #২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস-ডাঃ সৌম্য পাত্র এর স্বাস্থ্যকর অভ্যাসেই রেহাই মিলবে হৃদরোগ থেকে !.##মানসিক স্বাস্থ্য নিয়ে ডাঃ অনির্বান রায় এর খুশি মনে সুস্থ থাকুন ! # # #২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস-ডাঃ সৌম্য পাত্র এর স্বাস্থ্যকর !.##মানসিক স্বাস্থ্য নিয়ে ডাঃ অনির্বান রায় এর খুশি মনে সুস্থ থাকুন !>Latest news !.

বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

স্বাধীনতা দিবস উদযাপন



আর্থ সামাজিক পরিকল্পনার সাংস্কৃতিক মঞ্চ এর
স্বাধীনতা দিবস উদযাপন
ক্তব্য রাখছেন আর্থ সামাজিক পরিকল্পনার সাংস্কৃতিক মঞ্চ এর সভাপতি ইমদাদুল হক
ওসিউর রহমানঃ ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ গাইডেন্স ফাউন্ডেশন এর সেমিনার হল-এ আর্থ সামাজিক পরিকল্পনার সাংস্কৃতিক মঞ্চ” (সোসিও প্ল্যান কালচার ফোরাম) এর উদ্যোগে এক সাহিত্য সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সংঙ্গীত পরিবেশন করেন ফাল্গুনী রঞ্জন রাজ। অনুষ্ঠানে আর্থ সামাজিক পরিকল্পনার সাংস্কৃতিক মঞ্চ এর সভাপতি ইমদাদুল হক বলেন, মানুষের প্রথমেই দরকার ভালো মন্দের পার্থক্যকরণ। যা নিজেকে জিজ্ঞাসা করেই করতে হয়। তাতে তার অনুভূতির সূক্ষ্মতা বাড়িয়ে দেয়, নিজেকে উপলদ্ধি করার ক্ষমতা সমৃদ্ধ হয়। সেই সমৃদ্ধিতে হালাল হারাম এর পার্থক্যকরণে উন্নীত হলে যে কোনো কাজ সম্যক মানে নিখুঁত ভাবে সে করতে পারে। তাহলেই কেটে যেতে পারে সব জটিলতা। আজ যেটা খুবই জরুরী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্থ সারথী ঘোষ ও সোমনাথ সোম।
কবিতা পাঠ করছেন আনোয়ার হুসেন
অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ করেন প্রবীণ শিক্ষক ও কবি আনোয়ার হুসেন, সাংবাদিক মুহম্মদ সাদউদ্দিন ও আবদুর রউফ 
কবিতা পাঠ করছেন মুহম্মদ সাদউদ্দিন
অনুষ্ঠানে বেশ কয়েকটি রবীন্দ্র সঙ্গীত ও লালনগীতি গেয়ে সবার হৃদয় জয় করে নেন তরুন গায়ক কামাল হাসান। তাকে যন্ত্রসংগীতে সহায়তা করেন তারক কর।
সঙ্ঙ্গীত পরিবেশন করছেন কামাল হাসান

এছাড়াও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন সাহানা বেগম, অভিজিৎ বসু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও লেখক আবু রিদা, সাংবাদিক হাফিজুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানেই সঞ্চালনের ভূমিকা পালন করেন ইমদাদুল হক।
                             ওসিউর রহমানঃ ৭৯৮০১৫৫২৭৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

ডায়াবেটিস,হাইপারটেনশন রোজা রাখার উপায়

        ডায়াবেটিস ,   হাইপারটেনশন       রোজা রাখার উপায় ডাঃ সেখ হাম্মাদুর রহমান কনসালট্যান্ট, এন্ডোক্রিনলজি এবং ডায়াবেটিস বিভাগ, মেডিকা হা...